বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০০ অপরাহ্ন


দক্ষিণ সুরমায় ৫ ইউনিয়নে আ’লীগের প্রার্থী যারা

দক্ষিণ সুরমায় ৫ ইউনিয়নে আ’লীগের প্রার্থী যারা


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর সারাদেশের এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সিলেটের দক্ষিণ সুরমার ৫টি ইউনিয়নেও ভোটগ্রহণ অনুষ্টিত হবে। এ ৫টি ইউনিয়নে
আওয়ামীলীগের প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার পর তৃণমূলের ভোটের মাধ্যমে এই প্রার্থী নির্ধারণ করা হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে তৃণমূল আওয়ামীলীগ নেতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তাদের প্রার্থী নির্বাচন করেন।

তৃণমূলের ভোটে মাধ্যমে বিজয়ী নৌকা প্রতিকে নির্বাচনের জন্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, সিলাম ইউনিয়নে শাহ ওলিদুর রহমান, মোগলাবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, লালাবাজার ইউনিয়নে আছাব আহমদ, জালালপুর ইউনিয়নে নেছারুল হক চৌধুরী বুস্তান ও দাউদপুর ইউনিয়নে আতিকুল হক।

আওয়ামীলীগের প্রার্থী যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে। তৃতীয় ধাপের এক হাজারের অধিক ইউপির ভোটগ্রহণ করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin