বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন


দেশে করোনা নতুন করে মৃত্যু ৫ জন, শনাক্ত ৫৬৪ জন: সর্ব মোট ১৬৮ ব্যক্তি মারা গেছেন

দেশে করোনা নতুন করে মৃত্যু ৫ জন, শনাক্ত ৫৬৪ জন: সর্ব মোট ১৬৮ ব্যক্তি মারা গেছেন


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৪ জনকে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ১৬৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ১০ জন। মোট সুস্থ হয়েছেন ১৬০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন। যারা মারা গেছেন, তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী। দুজন ষাটোর্ধ্ব এবং তিনজন চল্লিশোর্ধ্ব।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৬। যা আগের দিনের তুলনায় ১৯.৫৪ শতাংশ বেশি।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৩৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৪২০ জন। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin