শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন


ধর্মপাশায় চুলার আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু

ধর্মপাশায় চুলার আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় রান্না করার সময় চুলার আগুনে পুড়ে শুভা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ ধর্মপাশা গ্রামের এলজিআরডি একজন ঠিকাদার আলী ইউনুসের স্ত্রী। এ ঘটনাটি ঘটেছে আজ (১৫ সেপ্টেম্বর) বুধবার দুপুরে উপজেলার ধর্মপাশা গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের সদস্যদের সূত্রে জানাযায়, আজ দুপুরের খাবার রান্না করার সময় শুভা আক্তার নিজের বসতঘরসংলগ্ন রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করছিলেন। এ সময় ওই গৃহবধূর হঠাৎ মৃগী রোগ উঠে সে চুলার আগুনে পড়ে গিয়ে তার পড়নের শাড়িতে আগুন ধরে দগ্ধ হন। এ সময় তাঁর আট বছর বয়সী ছেলে আলী আহম্মেদ রান্না ঘরে তার মায়ের গোঙ্গানির শব্দ শোনে রান্না ঘরে গিয়ে দেখতে তার মায়ে শরীরে আগুন ধরে।

এ অবস্থায় আলী আহম্মেদ ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে ওই গৃহবধূকে উদ্ধার করে দুপুর মুমূর্ষু অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। পরে ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেল ময়মনসিংহ যাওয়ার পথে ওই গৃহবধূর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin