বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন


ধলাই নদীতে টাস্কফোর্স অভিযান: ৪ লক্ষ টাকা জরিমানা

ধলাই নদীতে টাস্কফোর্স অভিযান: ৪ লক্ষ টাকা জরিমানা


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে ৮টি মামলায় ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৪ঠা জানুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৮ জন নৌকা মালিককে অবৈধভাবে ইজারাবর্হিভূত বালু উত্তোলন কালে কালে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা করে।

অভিযান শেষে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, সরকারী রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আমাদের এই টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin