শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন


নাট্য লোক সিলেটের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নাট্য লোক সিলেটের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


শেয়ার বোতাম এখানে

মানুষের অধিকার আদায়ে নাটক
হতে হবে শক্তিশালি হাতিয়ার
সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তণ প্রধান পরিচালক প্রবীণ নাট্যজন মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর বলেছেন, পৃথিবীর ইতিহাসে বৃহৎ পরিবর্তনে সাংস্কৃতিক বিপ¬ব অতপ্রতভাবে জড়িত। মানুষের চিন্তার মুক্তি, অধিকার বিষয়ক সচেতন ও মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে সাংস্কৃতিক আন্দোলন ও পরিবর্তন খুবই জরুরি। প্রাচীনকাল থেকে নাটক প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে চষেছে। মানুষের অধিকার আদায়ে নাটক হতে হবে শক্তিশালি হাতিয়ার। তিনি আরও বলেন, নাট্যালোক সিলেট তাদের প্রতিষ্ঠার ৪২ পেরিয়ে আজকে ৪৩-এ পদার্পণ করেছে সেটা আশান্বিত সংবাদ। দীর্ঘ সাংস্কৃতিক আন্দোলনে ঠিকে থাকা খুবই কঠিন। তবুও নাট্যালোক তাদের সংগ্রাম চালিয়েছে মাঠে ময়দানে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। প্রত্যাশা করি সাংস্কৃতিক আন্দোলনে আরও জোরালো অবদান এ সংগঠন রাখবে।
তিনি নাট্যালোক সিলেটের ৪৩ বছর পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বুধবার সারদা হলস্থ সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে নাট্যলোক সিলেট তাদের ৪২ বছর পেরিয়ে ৪৩ বছর পদার্পণ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালন করে। নাট্যালোক সিলেটের সভাপতি খোয়াজ রহিম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার দে অমিতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক নিরঞ্জন দে যাদু, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সিলেটের আহ্বায়ক ডা. নাজরা চৌধুরী, সদস্য সচিব এনামুল মুনির, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, দৈনিক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, কবি ও সাংবাদিক আহমাদ সেলিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, থিয়েটার সিলেটের সভাপতি ফারজানা হক সুমি, দিগন্ত থিয়েটারের সভাপতি দুর্জয় পুরকায়স্থ, নবশিখা নাট্যদলের সভাপতি রকিবুল ইসলাম রুমন, স্পৃহা থিয়েটারের সভাপতি সুরাইয়া জামান, থিয়েটার একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন, সম্মিলিত নাট্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, থিয়েটার মুরারিচাঁদের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
নাট্যালোক সিলেটের সিনিয়র সদস্য বাবুল আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হয়।
এরআগে বিকাল ৫টায় ক্বিনব্রিজের পাশের আলী আমজদের ঘড়িঘরের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি ও আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকর্মী রুবেল আহমদ কুয়াশা, মাধব কর্মকার, উদীচী সিলেটের সম্পাদক মন্ডলীর সদস্য ফাহমিদা এলাহী, থিয়েটার একদল ফিনিক্সের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ইমন প্রমুখ।
উলে¬খ্য, ১৯৭৭ সালের ২৪ এপ্রিল নাট্যালোক সিলেটের যাত্রা শুরু হয়। আতিকুস সালামের হাত ধরে ‘নাটক কেবল চিত্ত বিনোদনের নয়, নাটক শিক্ষার জন্য’ এই ¯ে¬াগানে পথ শুরু করে আজ ৪৩ বছরে পদার্পণ করেছে।
বক্তারা সংগঠনটির আরও সমৃদ্ধি ও স্থায়ীত্ব কামনা করেন। বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে সাংস্কৃতিকচর্চায় সম্পৃক্ত থাকা কঠিন। কঠিন ও বন্ধুরপথ অতিক্রম করেছে সফলতায়। এগিয়েছে সম্মুখে। আমরা প্রত্যাশা করি নাট্যালোক সিলেট আরও এগিয়ে যাবে, সমৃদ্ধ করবে সাংস্কৃতিক অঙ্গন। সাংস্কৃতিক আন্দোলনে সম্মিলিত প্রয়াসে সাংস্কৃতিক বিপ¬ব আনতে হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin