শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন


প্যারিসে রেলস্টেশনে অস্ত্রধারীর হামলায় আহত ৬

প্যারিসে রেলস্টেশনে অস্ত্রধারীর হামলায় আহত ৬

প্যারিসে রেলস্টেশনে অস্ত্রধারীর

শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের ব্যস্ত গার দ্যু নর্দে রেলস্টেশনে এক ব্যক্তির ছুরি হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তিনি পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।
স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় ভোর ৬টা ৪৩ মিনিটের দিকে ওই ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছেন। বেনামী ওই হামলাকারী হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন যাত্রী ও সীমান্ত পুলিশ কর্মকর্তা আহত হন। ডারমানিন জানান, ওই পুলিশ কর্মকর্তা পেছন দিক থেকে হামলার স্বীকার হন। তবে বুলেটপ্রুফ পোশাক থাকায় তিনি রক্ষা পান। আরেক ভুক্তভোগী গুরুতর আহত হয়েছেন। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলাকারী ব্যক্তিকে থামিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ায় মন্ত্রী পুলিশকে ধন্যবাদ জানান। হামলাকারীর হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। হামলার ঘটনায় ট্রেনযাত্রায় বিলম্ব হয়।

গেল ফেব্রুয়ারিতে ছুরিধারী এক ব্যক্তি ওই স্টেশনে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালান। পরে তিনি ঘটনাস্থলেই নিহত হন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin