বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:২১ অপরাহ্ন


প্রধানমন্ত্রীকে ‘বাংলাদেশের নৃ গোষ্ঠীর সংস্কৃতি ব্যবস্থাপনা ও সংরক্ষণ’ বই হস্তান্তর

প্রধানমন্ত্রীকে ‘বাংলাদেশের নৃ গোষ্ঠীর সংস্কৃতি ব্যবস্থাপনা ও সংরক্ষণ’ বই হস্তান্তর


শেয়ার বোতাম এখানে

আবুজার বাবলা, শ্রীমঙ্গল:

‘বাংলাদেশের নৃ গোষ্ঠীর সংস্কৃতি ব্যবস্থাপনা ও সংরক্ষণ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর কপি হস্তান্তর করা হয়েছে। শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ গবেষণাধর্মী এই বইটির রচয়িতা।
আজ ৩ জুলাই দুপুরে সংসদের লবিতে লকডাউন পরিস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীকে বইটির কপি হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল আজ এ তথ্য নিশ্চত করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ ও সময় করে আনুষ্ঠানিক ভাবে মাননীয় এমপি মহোদয়ের রচয়িত বইটির মোড়ক উন্মোচন করার কথা রয়েছে।
জানা গেছে ২০১৮ সালে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ‘মৌলভীবাজার অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং তাদের ঐতিহ্যবাহী নিদর্শনের পর্যালোচন’ বিষয়ের উপর পিএইচ.ডি. ডিগ্রী সম্পন্ন করেন।

ড. মো. আব্দুস শহীদ এমপি. কমলগঞ্জের বিভিন্ন নৃ-গোষ্ঠীর ঐতিহ্য স্থায়ীভাবে সংরক্ষনের উদ্দেশ্যে বইটি রচনা করেন। বইটিতে নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, সাংস্কৃতিক ঐতিহ্য ও নানা ঐতিহাসিক পেক্ষাপট তুলে ধরা হয়েছে। নৃ তাত্ত্বিক জনগোষ্ঠী নিয়ে আগ্রহী এমন গবেষকদের তথ্য সমৃদ্ধ বইটি গবেষণার প্রয়োজনীয় রসদ যোগাবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin