বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১০ অপরাহ্ন


ফ্রান্সে গির্জার বাইরে হামলায় নিহত ৩

ফ্রান্সে গির্জার বাইরে হামলায় নিহত ৩


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে একটি গির্জার বাইরে ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও এতে বেশ কয়েজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এই হামলার ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার খবরে এমন তথ্য জানা গেছে।

শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ট্রোরসি এই হামলাকাকে ‘সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, শহরের নটরডেম গির্জার বাইরে ছুরি হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, সন্দেহভাজন হামলাকারীকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পর সংকটকালীন বৈঠক ডাকার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল ডারমানিন।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটেছে, যখন বাকস্বাধীনতার ক্লাসে মহানবীকে (সা.) বিদ্রূপ করে কার্টুন প্রদর্শনের পরে এক শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁর ‘মুসলিম বিদ্বেষী’ বক্তব্যে বিশ্বজুড়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। তুরস্ক ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে। তবে নিসের এই ছুরি হামলার কোনো কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin