শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন


বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিলেন বিশ্বনাথের হাজারও মানুষ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নিলেন বিশ্বনাথের হাজারও মানুষ


শেয়ার বোতাম এখানে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে সকল শ্রেণীপেশার হাজারও মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের বিআরডিবি হলরুমের সামনে থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে রামপাশা রোড নকিখালী বাজার প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে ৫ কিলোমিটার পূর্ণ হয়। বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ সেনাবাহীনির সহযোগিতায় এ ম্যারাথন সম্পন্ন হয়।

ম্যারাথন শুরুর আগে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সেনাবাহিনীর ১৭ ডিভিশন সিলেট অঞ্চলের মেজর আবিদ।

ম্যারাথনে অংশ নেন, বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ, থানার অফিসার্স ইনচার্জ মো. শামীম মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, যুগ্ন সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এ আর চেরাগ আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমিন আজাদ, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আলতাব হোসেন, মহিলা মেম্বার রাসনা বেগম, লাকি বেগম, করিমা বেগমসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।

এছাড়াও দলবদ্ধভাবে ম্যারাথনে অংশ নেন, উপজেলা প্রসাশনের কর্মকর্তা কর্মচারী, থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও অঙ্গসংগঠন, শিক্ষকবৃন্দ, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ থিয়েটার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, বিশ্বনাথ বন্ধুসভা, উপজেলা ফুটবল এসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠন।

ম্যারাথনে ৫ কিলোমিটার দৌড়ে সেরা দশজনকে বাছাই করা হয়। তারা হলেন, পৌরশহরের মোল্লারগাও গ্রামের মো. আমিরুল ইসলাম, উপজেলা সদরের আল আমিন, লামাকাজির ইসলাম আলী, পুলিশ সদস্য রেজভি মিয়া, বিশ্বনাথ থিয়েটারের আব্দুল হাকিম, দশপাইকার হেলাল আহমদ, দৌলতপুরের ফয়সল হোসেন, নতুন বাজারের কবির আহমদ, পুরান বাজারের বিজয় চন্দ্র ও আরকুম আলী। বিজ্ঞপ্তি


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin