বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন


বাংলাবাজারে জনগুরুত্বপূর্ণ চৌধুরীপাড়া-আননপাড়া রাস্তার বেহালদশা : জনদুর্ভোগ চরমে

বাংলাবাজারে জনগুরুত্বপূর্ণ চৌধুরীপাড়া-আননপাড়া রাস্তার বেহালদশা : জনদুর্ভোগ চরমে


শেয়ার বোতাম এখানে

এম এ মোতালিব ভুঁইয়া, দোয়ারাবাজার:

দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের অতি জনগুরুত্বপূর্ণ চৌধুরীপাড়া বাজার টু বাশতলা আননপাড়া রাস্তার বেহালদশা দেখা দিয়েছে। যার ফলে জনদূর্ভোগ চরমে অর্থাৎ সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে উক্ত রাস্তা দু’টিতে চলাচলকারী জনসাধারণকে। এ যেন দেখার কেউ নেই।

সরজমিন গিয়ে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন জায়গায় খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত বন্যায় দেখা দিয়েছে বড় ভাংগা এসব বড় গর্তের ফলে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। উক্ত রাস্তা দিয়ে দূর্ভোগের সাথে প্রতিদিন সহস্রাধিক মানুষ চলাচল করছে।যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে উপজেলার মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা বাংলাবাজার ইউনিয়নের বাশতলা আননপাড়া, পেকপাড়া অঞ্চলের মানুষের বেশি দুর্ভোগের শিকার হচ্ছে। কারন তাদের বাংলাবাজার চলাফেরার একমাত্র রাস্তা হচ্ছে আননপাড়া টু চৌধুরীপাড়া বাজারের এই রাস্তা। জরুরি কোনও মুমূর্ষু বা প্রসূতি রোগীদের উপজেলা সদর হাসপাতালে নিতে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়।

এ বিষয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সুশীল সমাজের কয়েকজন ব্যক্তি জানান, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টারের গাফলতি ও অবহেলার কারণে রাস্তা ভেঙে বেহাল দশায় পরিণত হয়েছে।

বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার বলেন বন্যায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ভেংগে গেছে মাননীয় সংসদ সদস্য আমার অভিভাবক জননেতা মুহিবুর রহমান মানিক মহোদয়ের সাথে আলোচনাক্রমে খুব শ্রীগ্রই রাস্তা মেরামতসহ পাকাকরণ করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin