বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন


বাবা এখন বাঁধানো ফ্রেম

বাবা এখন বাঁধানো ফ্রেম


শেয়ার বোতাম এখানে

বাবা এখন বাঁধানো ফ্রেম
আবদুস শহীদ

বাবা যেদিন চলে গেলেন অনন্ত গহবরে
পাখী ডাকা ভোরটা নিঝুম নিস্তব্ধ ছিল
মাজারের মসজিদ থেকে আজানের ধ্বনি
শুনতে শুনতে বাবা চোখ বুঁজলেন।

এখনও আমার ভোরের আকাশ দেখতে
ভীষণ ইচ্ছে করে,যে আকাশের উদারতায়
বাবার আদর লুকিয়ে আছে
ঔরশের গর্ব নিয়ে যে আকাশে চাঁদ জাগে।

যে আকাশের অসীময়তায় উড়িয়েছি ঘুড়ি
সুখবৃষ্টির হাতছানিতে দাবদাহ করে শীতল
যেই আষাঢ়ে হারিয়েছি বাবার স্নেহ বুলানো হাত
সেই আষাঢ়ের রাত পোহাতে করি আর্তনাদ।

একটা আকাশ এখন আমার খুবই প্রয়োজন
কান্না ভেজা চোখ মুছিয়ে করতেন বাবা যতন
জ্যোৎনাগলা পুর্নিমায় হয়ে আছি স্নাত
দূর আকাশে থেকে ও বাবা আছো স্মৃতির মাঝে
তুমি বাবা আকাশ হয়ে ফিরো সকাল সাঝে।

এখন আমার আধো ঘুমে স্বপ্ন দেখার কাল
দূরে কোথাও থেকে ও তুমি ধরে আছো হাল।
বাবা তুমি ছিলে আমার ওড়ানো ঘুড়ির প্রেম
রোদসকালের হাতছানিতে বাঁধানো এক ফ্রেম।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin