বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:১৩ অপরাহ্ন


বিভিন্ন দেশে ৬ লাখ নারী শ্রমিকের মধ্যে ২ লাখ ২০ হাজার আছেন সৌদিতে

বিভিন্ন দেশে ৬ লাখ নারী শ্রমিকের মধ্যে ২ লাখ ২০ হাজার আছেন সৌদিতে


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য মিডিয়ায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এনিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার সকালে সিলেট জেলা প্রশাসকের অফিসে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি তিনি পরিস্কার করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ৬ লাখ নারী শ্রমিকের মধ্যে ২ লাখ ২০ হাজার কর্মরত আছেন সৌদিতে। এর মধ্যে মাত্র ৮ হাজার নারী ফিরে এসেছেন এবং তাদের মধ্যে ৫৩ জন সেদেশে মারা যাওয়ার ঘটনা সংখ্যার হিসেবে বড় কিছু নয়, যা আনুপাতিক হারে খুবই নগণ্য। এদের বেশিরভাগেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বলেন, যে কারো মৃত্যুই দু:খজনক, হোক তা স্বাভাবিক কিংবা অস্বাভাবিক মৃত্যু।সংখ্যার আনুপাতিক হারকে কিছু কিছু মিডিয়া লিখেছে- ‘পররাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন ৫৩ জন নারীর মৃত্যু কিছুই না’। পর্যবেক্ষকমহল বলছেন, অত্যন্ত মানবিক একজন মানুষের বক্তব্যকে এভাবে উপস্থাপন করা খুবই অন্যায়। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে কারো মৃত্যুকে অবহেলা কিংবা অবজ্ঞা করে কথা বলেননি। তাই সংবাদ পরিবেশনের পূর্বে তথ্য যাচাইয়ে আরো সর্তক হতে মিডিয়ার প্রতি আহ্বান জানান ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin