শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন


বিশ্বনাথের প্রতিবন্ধীদের জন্য দুই মুজিবকন্যার ভালোবাসা

বিশ্বনাথের প্রতিবন্ধীদের জন্য দুই মুজিবকন্যার ভালোবাসা


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। এরমধ্যে বড়জন দেশের প্রধানমন্ত্রী। এবারের ঈদে এ দুই বোনের ভালোবাসায় সিক্ত হলেন সিলেটের বিশ্বনাথের ৪৬১ প্রতিবন্ধী। বিশ্বনাথের এক ইউনিয়নে চার শতাধিক প্রতিবন্ধী থাকার খবরটি বোন শেখ রেহানা নজরে আনার পর তাদের জন্য ঈদের উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীর জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা এবং প্রতি পরিবারকে একটি লুঙ্গি ও একটি শাড়ি দিতে ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা প্রধানমন্ত্রী দিয়েছেন। শুধু তাই নয় তাদের জীবনমানের উন্নয়নে বেশ কিছু নির্দেশনাও এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চারটি গ্রাম জামশেদপুর, ধলীপাড়া, মাখরগাঁও ও আমতৈল মিলে ‘বৃহত্তর আমতৈল’ গ্রাম নামে পরিচিত। সেখানে প্রতিবন্ধিতার হার সিলেটের সামগ্রিক হারের দ্বিগুণের বেশি। গণমাধ্যমে খবরটি দেখে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে তা আনেন। মানবিক বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ আমলে নেন, বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আমতৈল গ্রামের বর্তমান প্রতিবন্ধী শিশুদের সুস্থতা এবং ভবিষ্যতে সুস্থ প্রজন্ম নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সাতটি নির্দেশনা দিয়েছেন বলেও প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে- গ্রামের সব প্রতিবন্ধীর সমস্যা যথাযথভাবে চিহ্নিত করে বিশেষ প্রতিবন্ধী ভাতার আওতায় আনতে হবে; স্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং করা; নিজ বাসস্থানসহ আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা; খাদ্যের সকল পুষ্টিমান নিশ্চিত করতে ভিটামিন সাপ্লিমেন্টারি ওষুধ সরবরাহ এবং সুপেয় পানির সুব্যবস্থা করা; গ্রামটিতে প্রয়োজনীয় বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম চালু এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে; প্রতিবন্ধীদের চাহিদা মোতাবেক বহুমাত্রিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করে প্রতিবন্ধী স্কুল স্থাপন ও প্রয়োজনীয় লোকবল নিয়োগ করা; চাহিদামাফিক প্রয়োজনীয় সহায়ক উপকরণ যেমন: হুইল চেয়ার, ট্রাইসাইকেল, হিয়ারিং ডিভাইস ও দৃষ্টি সহায়ক উপকরণ সরবরাহ করতে হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin