বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:১২ অপরাহ্ন


বিশ্বনাথে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ : ১৫ গ্রামের সমন্বয়ে আন্দোলন কমিটি গঠন

বিশ্বনাথে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ : ১৫ গ্রামের সমন্বয়ে আন্দোলন কমিটি গঠন


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথ-খাজাঞ্চি ও বিশ্বনাথ-অলংকারি রোডে সিএনজি অটোরিকশা সংগঠন হঠাৎ করে সিএনজি অটোরিকশার ভাড়া বৃদ্ধি করার প্রতিবাদে ১৫ গ্রামের ভূক্তভোগিদের সমন্বয়ে এক আন্দোলন কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার রামধানা গ্রামে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলীকে (শিমুলতলা) আহবায়ক ও শামসু মিয়া লালাকে (রামধানা) সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সসদ্যরা হলেন, হিরণ মিয়া মেম্বার (টুকেরকান্দি), মকদ্দছ আলী (জানাইয়া), হাজী আব্দুল মন্নান মেম্বার (জানাইয়া নোয়াগাঁও), মাহবুবুর রহমান লিলু (শিমুলতলা), হাজী আব্দুল হাই (রাজনগর), কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ (কামালপুর), হাবিবুল ইসলাম মেম্বার (বন্ধুয়া), হাজী আব্দুল বারী সুনু মিয়া (রামধানা), আসাব আলী (কামালপুর), মতছির আলী (পৌদনাপুর), রহিমুল ইসলাম (জানাইয়া নোয়াগাঁও), সমছু মিয়া (নোয়াগাঁও), রাজুক মিয়া রাজ্জাক মেম্বার (রামধানা), আব্দুল ওদুদ মেম্বার (অলংকারী), আব্দুল গফুর (নোয়াগাঁও), হাজী রইছ আলী (শিমুলতলা), গয়াস মিয়া (টেক কামালপুর), ছালেহ আহমদ তোতা (কামালপুর), আলা উদ্দিন (রামধানা), নজরুল ইসলাম (শেখেরগাঁও), ফারুক মিয়া (কামালপুর), রাসেল আহমদ (কামালপুর), আব্দুর রব সরকার (বন্ধুয়া), আজব আলী (জানাইয়া), দিলোয়ার হোসেন সজিব (শিমুলতলা), হাজী আবুল কালাম (রামধানা), আব্দুল হান্নান (শিমুলতলা), বাবলু আহমদ (টেক কামালপুর), আব্দুর রহমান, (রামধানা)।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin