বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন


বিয়ানীবাজারে দিনে-দুপুরে বিকাশের নাম করে টাকা নিয়ে পালিয়ে গেল

বিয়ানীবাজারে দিনে-দুপুরে বিকাশের নাম করে টাকা নিয়ে পালিয়ে গেল


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:
ঈদ উপলক্ষে বিয়ানীবাজারে চুরির বা প্রতারণার প্রথম ঘটনা আজ ঘটল। আজ (৪ মে) সোমবার বেলা ২টার দিকে বিয়ানীবাজারের নিউমার্কেট জাবেদ ভেরাইটিজ স্টোর থেকে বিকাশের নামে কৌশলে ১৫ হাজার টাকা নিয়ে নয়াগ্রাম রোডের দিকে পালিয়ে যায় কিশোর।

জানা যায়, চতুর এ কিশোর জাবেদ স্টোর নামে বিকাশের দোকানে যায়। সে গিয়ে বলে তার ১৫ হাজার টাকা বিকাশ থেকে উঠাবে।

এ সময় একটি ভুয়া নম্বর দেয় সে। সরল বিশ্বাসে দোকান মালিক কিশোরের হাতে টাকা দিয়ে বিকাশ নম্বর মিলাতে লাগেন। এ সময় টাকা গোনার ভান করে দৌড়ে পালিয়ে যায় কিশোর।

ব্যাবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে বিয়ানীবাজারে এটা প্রথম ঘটনা। পুলিশ একে ধরে যদি শাস্তি নিশ্চিত করে অপরাধিরা ভয় পাবে। তা-না হলে অপরাধ প্রবনতা বেড়ে যাবে। তাই শুরুতেই প্রদক্ষেপ নিতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি অনুরোধ রইল।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin