বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন


তরুণীকে আত্মহত্যার প্ররোচনা, প্রবাসীর কারাদণ্ড

তরুণীকে আত্মহত্যার প্ররোচনা, প্রবাসীর কারাদণ্ড


শেয়ার বোতাম এখানে

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় ইমা আক্তার (২০) নামের এক তরুণীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাল হোসেন নামের এক প্রবাসীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে আরও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের জেল দেওয়া হয়।

রবিবার (১২ মে) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত এ রায় প্রদান করে। জামাল হোসেন বড়লেখা উপজেলার গল্লাসাংগন গ্রামের আজিজুর রহমানের পুত্র।

এর আগে ২০০৮ সালে প্রবাসী জামাল হোসেনের পিতা তাকে জোর করে উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সুন্দরের ভাগ্নি ইমা আক্তারের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। এসময় জামাল হোসেন বিয়ে না করে সৌদি আরব চলে যান। এ ঘটনার পর অপমান সহ্য করতে না পেরে ইমা আক্তার আত্মহত্যা করেন।

এ ঘটনায় ইমা আক্তারের পিতা মো. আলাউদ্দিন বাদী হয়ে জামাল হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা (জি আর মামলা নং- ২৮/০৮) দায়ের করেন। এ মামলার দীর্ঘ পরিক্রমা শেষে আদালত রায় প্রদান করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin