বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন


বড়লেখায় ৭১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেলো স্কুলড্রেস

বড়লেখায় ৭১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেলো স্কুলড্রেস


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের বড়লেখায় ফ্রেন্ডস ক্লাব ইউকে’র অর্থায়নে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ৭১জন শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বড়লেখা পৌরসভা মিলনায়তনে এগুলো বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। এতে শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কাউন্সিলর জেহীন সিদ্দিকী, আব্দুল হাফিজ ললন, শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক বদরুল হোসেন, সংগঠনের বড়লেখা প্রতিনিধি শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।

এসময় জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, শিক্ষক হাফিজ হাবিবুর রহমান, চেতনা পাঠশালার সংগঠক জসীম উদ্দিন জামি, ফাতেমা আক্তার রিমা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত চেতনা পাঠশালার ২৬ জন শিক্ষার্থী, উত্তর ডিমাই লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষকসহ ৩২ জন ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫জনসহ মোট ৭১জনকে এ পোশাক দেওয়া হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin