শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন


ভোলাগঞ্জ সাদা পাথরে স্বেচ্ছাসেবকলীগের ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন

ভোলাগঞ্জ সাদা পাথরে স্বেচ্ছাসেবকলীগের ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন


শেয়ার বোতাম এখানে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আবর্জনা মুক্ত ও পরিষ্কার রাখতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের নির্দেশে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থায়নে ১০ টি ভ্রাম্যমাণ ডাস্টবিন  স্থাপন করা হয়। রোববার (৩ জানুয়ারী) ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন পূর্ববর্তি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন এর যৌথ পরিচালনায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি দে, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, এমদাদ রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিকাশ অধিকারী, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য বদরুল ইসলাম,আব্দুর রকিব, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমদ, সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা আজিম উদ্দিন, কয়েছ আহমদ, ছাত্রলীগ নেতা আফজল হোসেন প্রমুখ।

ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, সাদা পাথরের স্বর্গরাজ্যকে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। স্থানীয়দের পাশাপাশি সাদা পাথরে আসা পর্যটনদেরও দায়িত্ব এই সুন্দর পর্যটন কেন্দ্রটিকে পরিষ্কার রাখা। আসুন আমরা সবাই সুন্দরকে সুন্দর থাকতে একান্ত সহযোগী হই। সবাই ভ্রাম্যমাণ ডাস্টবিনে আবর্জনা ও ময়লা রাখি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin