শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:২০ অপরাহ্ন


মাধপুরে ডাকাতির রেকর্ড: বাদ পড়েননি আইনজীবী মেম্বার অধ্যক্ষসহ পুলিশের বাড়িও

মাধপুরে ডাকাতির রেকর্ড: বাদ পড়েননি আইনজীবী মেম্বার অধ্যক্ষসহ পুলিশের বাড়িও


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জের মাধবপুর পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার মধ্যেদিয়ে ডাকাতরা রেকর্ড সৃষ্টি করেছে। এর আগে স্থানীয় ইউপি সদস্যা থেকে শুরু করে একজন অধ্যক্ষের বাড়িতেও তারা ডাকাতি করে। বলা যায় মাধবপুরে বেপরোয়া ডাকাতদল। অহসায় প্রশাসন।

জানা যায়, ঘিলাতলী গ্রামের আকবর আলী খানের ছেলে সিলেটের সুনামগঞ্জে কর্মরত পুলিশের এটিএসআই আনোয়ারুল আলম খানের গ্রামের বাড়ির ঘিলাতলীতে ঘরের দরজা ভেঙে ডাকাতদল অস্ত্রের মুখে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এই বাড়ির আরেক মালিক একজন আইনজীবীও।

ডাকাতদের হাতে জিম্মি হওয়া এটিএসআই আনোয়ারুল আলমের ছোট ভাই হবিগঞ্জ কোর্টের আইনজীবী শাহীনুর আলম খান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বসতবাড়ির রান্না ঘরের দরজা ভেঙ্গে ৮-১০ জনের ডাকাতদল ঘরে ঢুকে তার বৃদ্ধ মা শাহেদা খানম ও শাহীনুর আলম ফয়সলের হাত পা বেঁধে ফেলে।

এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকা ও শাহীনুর আলমের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।
এর আগে মাধবপুর উপজেলার চৌমুহনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

গত রবিবার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। অধ্যক্ষ মোহন মিয়া জানান, রাত দেড়টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে বেধে ফেলে। ঘরে রক্ষিত ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, এলইডি টিভি, ৪ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এর আগে শনিবার ভোররাতে মাধবপুরে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বাড়িতে ডাকাতিমাধবপুরে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বাড়িতে ডাকাতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য (মহিলা মেম্বার) এর বাড়িতে এ ডাকাতি হয়েছে।

এ সময় ডাকাতরা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। ডাকাতের হামলায় মহিলা মেম্বার শেলিনা আক্তার আহত হয়েছেন।

এদিকে মাধবপুরে পুলিশকে কামড়িয়ে পালিয়ে গেছে ডাকাত। ৪ মার্চ দুপুরে উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতের কামড়ে আহত পুলিশ সদস্য আশরাফুল আলম সরলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অবশ্য ৬ মার্চ রাতে পুলিশ উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি মাধবপুর উপজেলায় রতনপুর এলাকায় দিবাগত রাতে গুলিছুগে চার-পাঁচটি ব্যক্তিগত গাড়িতে ডাকাতি করে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, ডাকাতির বিষয়টি তিনি শুনেছেন। তবে গুলি নয়, ডাকাতেরা ঢিল ছোড়ে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin