বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন


মা দিবসে রাইটার্স ক্যাফে কবি-লেখকদের একগুচ্ছ কবিতা

মা দিবসে রাইটার্স ক্যাফে কবি-লেখকদের একগুচ্ছ কবিতা


শেয়ার বোতাম এখানে

মা দিবসে রাইটার্স ক্যাফে কবি লেখকদের একগুচ্ছ কবিতা

সাহিত্য ডেস্ক:

❤️
মা
সুচন্দ্রা মুখার্জী

মাগো তোমায় বলি শোন
যেদিন সম্পর্কের সমাধি দিয়ে
তুমি বহুদূরে দিলে পাড়ি
জীবনটা মনে হলো মোটা ফ্রেম
আবছায়া চশমার কাঁচ লাগছে
ভীষণ ভারী।
মন এক শুকনো নদী তীর ছুঁয়ে ছুঁয়ে যাই কখনও হাসি কখনও কাঁদি
ঘুণপোকার মত আবেগ খুঁজি
নির্লিপ্ত আশায় মজলিসের ডাকে
আবার এ বুক বাঁধি।

মাগো তোমায় বলি শোন
সাঁঝের আবছায়া তে জোনাকির বিষাদ ডানায় বৈঠকী মেজাজে আর ভাসেনা ঠুংরির তান
অসহায় প্রাণ বেঁধা ক্যাকটাসের কাঁটায় যে
নিষ্প্রভ দিনগুলো ভীষণ পিচ্ছিল
কি করে ফিরে পাবে প্রাণ?
তোমার ঠোঁটছাপে আদরমাখানো দুফোঁটা অশ্রুজলে আমাকে
ভিজিয়ে নিও
যখন জনবহুল শহরের বুক চিরে নামছে ভয়াবহ আতঙ্ক
আমাকে তখন স্বস্তিতে তুমি ঘুম পাড়িয়ে দিও।
মেঘ ছুঁয়ে গেল আমার শরীর তবু
বলোনা মাগো বৃষ্টি কেন ঝরালোনা?
মাঝরাস্তায় শিশিরবিন্দুটা কেন শুকিয়ে গেল
শুকনো ঠোঁট তো ভিজালোনা?
সময়ের বেড়াজালে বন্দি জীবন
আর্তনাদগুলো মিছেই গায়ে
হাত বোলায়
শ্রাবণ মেঘের আলাপনে তোমার আদুরে ভালোবাসার উষ্ণতা
গায়ে জড়ায়।
স্মৃতির খামে মান অভিমানগুলো
অভিযোগের জোয়ারে রইল পড়ে
আমি হাত পেতে বৃষ্টি চেয়ে নেব মা
অবগাহনে সিক্ত হব ডুবসাঁতারে।

❤️
মা
তামান্না সুলতানা

মা গো তুমি আমার জন্য ,
হলে খোদার সেরা দান।
আমার জীবন জুড়ে আছে,
তোমার কতো যে অবদান।

তোমার কাছ থেকেই মা,
আমার প্রথম বুলি শেখা।
আমার সুখে তোমার মুখে,
ফুটে যে হাসির রেখা।

তোমার মতো করে বলো কে
বুঝে আমার এই মন?
আমার সুখের জন্য তুমি,
দিলে কতো সুখ বিসর্জন।

ক্লান্তি আমার দূর হয়ে যায়,
দেখলে তোমার হাসি মুখ।
আমার চাওয়া পাওয়ায়,
জানি তোমার যত সুখ।

আমার দুখে দুঃখী তুমি,
আবার আমার সুখে সুখী।
তোমার হাসিমুখে আমি,
দুনিয়ায় স্বর্গ যেনো দেখি।

❤️
মায়ের খোকা
সাগর মাহমুদ

আয়রে আয় সোনার প্রদীপ মোর ভাঙ্গা ঘরে,
দিয়ে যা আলো এই ছোট কুঠিরে,
দেখনা চেয়ে মায়ার চোখে অন্ধকারের ভীড়ে,
দিয়ে যা আলো মোর ভাঙ্গা ঘরে.!

টাকা নেই পয়সা নেই আহামরি,
আজ আকাশে মেঘ জমেছে কালো ধোয়ায়
চাঁদ ঢেকেছে নেই কোনো আলো,
মা ডাকছে খোকা খোকা আয় মোর কাছে
মেঘ আসছে আয় না মায়ের ছায়ার তলে,

কত মধুর ডাক খোকা মন ভরে যায় এইতো সুখ
এইতো মোর ছোট কুঠিরে,
হাসছি আমি ছোট ঠোঁটে মায়ের মুখপানে চেয়ে
এই বুঝি এলো আলো আমার অন্তরে,

ছোট পায়ে হেঁটে আমি গেলাম মায়ের বুকে,
জড়িয়ে নিলো মা তার নয়ন মণিকে,
বলছে মা শোনছি আমি,
খোকা আমার খোকা অনেক বড় হবে,
গড়বে জীবন লড়বে খোকা বাস্তব প্রদেশে,

আসবে আলো আসবে সুখ,
আমার সোনার কুঠিরে,
আয় রে আয় সোনার প্রদীপ মোর ভাঙ্গা ঘরে..!

❤️
মা
ফারজানা পারভীন

হাসপাতালের সাদা চাদরে ঢাকা কৈলানীর দেহখানি,
পাশে তার নবজাতক!
তৃষ্ণার্ত কন্ঠ সেকি তার
আত্মচিৎকার;
তিমির নিস্তব্ধতা ভেঙ্গেছে তার শব্দে।
ফুটায় ফুটায় গড়িয়ে পড়ছে অমিত স্তন থেকে আমার
গতকাল মৃত্যু সন্তান জন্মছে
হাহাকার করে মাতৃত্ব আমার।
তৃষ্ণার্ত নবজাতক খুঁজে চলেছে
একবিন্দু অমিত;
কি হবে যদি আমি পান করাই?
মা, তো মা হয়!
মায়েদের কোন ধর্ম হয় না,
মাতৃত্বই তাদের ধর্ম।
হোক না সে সনাতনধর্ম জাত
ক্ষুধার কোন ধর্ম জাত নেই
মায়েদেরও প্রকারভেদ নেই
কোলে তুলে নিলাম কৈলানীর নবজাতককে
আঁচল তুলে মুখে দিলাম অমিত তুলে
গেলে যাবে জাতকূল
তবু বাঁচুক মমতার টান
মা হওয়া চারটিখানি কথা নয়।

মা,হ্যাঁ আমি মা,
মাতৃত্ব আমার ধর্ম
পরম তৃপ্তিতে ঘুমালো
মাতৃত্ব আমার।

❤️
অপার্থিব মায়া
নিঘাত কারিম

স্বর্গীয় রাতের মুগ্ধ প্রহর পার হই
চারপাশে ভেসে আসে অতিপ্রাকৃত সুর
নিভৃতে পড়ে যাওয়া তেলওয়াত যেনো
আমাকে ঘিরে ধরে অপার্থিব মায়ায়
ঘোরলাগা মায়াবী যাদুতে আটকে যাই
আমি যেনো মুগ্ধ সেই বালিকা
মায়ের আদরের দুলালী
শুনতে পাই মায়ের সুরেলা কণ্ঠ ।

আমি ছুটে যাই বিমুগ্ধ চোখে
নেশাতুর মনে ঘোর লাগানো প্রহরে
মায়ের চুলে , মায়ের মা মা গন্ধে
মুখ ডুবিয়ে
নিঃশ্বাস নেই
এক অপূর্ব মোহময়তা ঘিরে রাখে
সব জঞ্জাল
কুসংস্কার
কুদৃষ্টি থেকে রক্ষা করে আমায় সেই অপার্থিব ঐশ্বরীয় মায়া ।

আজ অদ্ভুত সুর তোলে রাতের
এইসব মায়াহীন প্রহরে
আমার পলেস্তারা খসে পড়া মনে
কে যেন প্রার্থনা করে
মায়ের ভালোবাসাহীন দুয়ারে
আমায় কেবল সর্বশ্রান্ত করে
সবকিছু কেড়ে নিয়ে
পরিত্যক্ত ছুঁড়ে ফেলে খাঁ খাঁ কবরে ।

 

আরও পড়ুন : ‘ভালোবাসা’ নিয়ে ‘রাইটার্স ক্যাফে’র কবি-লেখকরা

 

❤️
মা
আরমান জিহাদ

শিয়রে বসে বসে জলটলমল চোখে
তসবিহ্ খানা পড়ছেন আমার মা জননী।
অন্যহাত মাথায় বুলিয়ে আদর করে ঘুমের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা।
সে তো আমার মা, আমার জান্নাত।

বালিশে মাথা ঠেকায় না রাতে
এই তো আমি ঘরে ফিরবো বলে।
দরজায় ঠকঠক করার আগেই যেন দরজা খুলে বুকে জড়িয়ে নিলেন পরম যত্নে।
তিনি আমার মা, আমার জান্নাত।

এখনো ভাতগুলো টেবিলে সাজিয়ে রাখা, মা খায়নি!
বসে বসে আমার খাওয়া দেখবেন, তারপর তিনি সবার শেষে খাবেন।
মায়ের মমতার কাছে হার মানে সমগ্র পৃথিবী।
তিনি আমার মা,আমার জান্নাত।

জন্মদানের কথা তো তাঁরা জানেন যাঁরা জন্মদাত্রী!
তবুও মা আমাকে পেয়ে ভীষণ খুশি।
আলোকিত পৃথিবীর মুখ যখন আমি প্রথমবার দেখি
আমার মা তখন কান্না থামিয়ে দিয়ে মৃদু হাসি দেয়।
তিনি আমার মা, আমার জান্নাত।

পৃথিবীর সমাজতান্ত্রিক ভাইরাসে সংক্রামিত হয়ে
আমি যখন মা’কে দূরে বৃদ্ধাশ্রমে রেখে আসি-
তখনও অশ্রুসিক্ত নয়নে আমার মঙ্গল কামনা করে,
আমার ভবিষ্যতের উন্নতি কামনা করে।
তিনি আমার মা, আমার জান্নাত।

মা- নিঃশব্দে সয়ে যায় বেদনার পাহাড়
হাসিমুখে করে আমাকেই সুখী রাখার পায়তারা;
তাঁর আঁচলে গচ্ছিত রাখা জীবনের সব সুখ।
বৃষ্টি ধারার মতো রহমতের বাতিঘর।
তিনি আমার মা, আমার জান্নাত।

❤️
মায়ের কাছে আমার ঋণ
মিনা

দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন যিনি তিনি আমার মা
হাঁটি হাঁটি পা পা করে বড় করেছেন তিনি আমার মা
জগৎ জুড়ে মা যখন সবাই ছুঁড়ে ফেলে দেয় দূরে তুমি মা তখনও পরম আদরে আগলে রাখো বুকে
তোমার গায়ের গন্ধ মাগো আমি চিনতে পারি
হাজার ভিড়ে মাগো আমি তোমার মুখটি খুঁজে ফিরি।

তোমার মতো এই জগতে মুছে না কেউ আমার চোখের পানি
তোমায় আমি কতো ভালোবাসি জানেন শুধু আমার অন্তর্যামী।
জগৎ জুড়ে মা শুধু অন্ধকারের মেলা এই অন্ধকারে মাগো তুমি শিখিয়েছ আলো নিয়ে খেলা।

সংসারের জন্য মাগো তুমি করেছো কতো ত্যাগ
ভালো খাবার রান্না করে সবার আগে দাও আমাদের পাতে তুলে
পুরোনো কাপড়ে তোমাকে বেশ মানায় নতুন না হলেও চলে
বলো মা এইভাবে কি চলে ?

দিনশেষে মা তুমিই বলো কিরে খুকী মুখটা অমন শুকনো কেন খাসনা বুঝি ঠিকমতো
বয়সের ভারে অসুস্থতায় নুয়ে পড়েছে তোমার শরীর তারপরেও নেই ক্লান্তির রেশ নাকি ক্লান্ত থেকেও ভালো থাকার অভিনয়ে তোমার দিন কেটে যায় বেশ।

জানো মা আমি তোমার দিকে নিশ্চুপ তাকিয়ে থাকি
দেখি তোমার শুকিয়ে যাওয়া মুখখানি
কতো ব্যথা হৃদয়ে তোমার তা আমি কিছুটা হলেও জানি
আজও মাকে বলতে শুনি উনার মায়ের কথা যুগে যুগে মায়েরা কি এমনি হোন পেয়ে যান শুধু ব্যথা।

মাগো তোমার কাছে আমার অনেক ঋণ জানি শোধরাতে পারবোনা কোনদিন
শুধু ভালোবেসে যাবো চিরদিন।

❤️
ভয়ের রোগী
নাসির উদ্দিন আহমেদ

মা তুমি এত কথা বল কেন?
দেখনা কাজ করছি?অফিসের?
অফিসের কাজ বাসায় কেন করিস?
মা আর একটাও কথা বলনা।
মুখটা একেবারে মলীন মায়ের অন্যদিকে ঘুরে চোখের পানি ফেলে।
ভাবে ছোটবেলায় বাবু একটার পরে একটা কত প্রশ্ন করত ;
অথচ আমিত বিরক্ত হইনি!
আজ আমার কথা শোনার সময় নাই।
শেষে শাসিয়ে দেয় যদি আর বেশি
কথা বল তবে ওল্ডহোমে রেখে আসব।
হু-হু করে ভিতরটা।ভাবে-
বাবুর ছোটবেলায় যখন মাছ কাটতে বসতাম বাবুর কোমরের ঘুঙুরের- রশির সাথে আমার আচল বেধে নিতাম।
পাশে বড় পুকুর সেই কারনে।
অথচ আজ বাবুর বাসায় আমার
কত ভয় নিয়ে কাটাতে হয়।
কবে না জানি ওল্ডহোমে যেতে হয়।
আমার কাশির শব্দে তাদের ঘুম নষ্ট
অনেক সময়,
কিন্ত বাবুর কান্নায় আমার কত রাত
নির্ঘুম কেটেছে মনে নেই;
আমার কোন কষ্ট হয়নি তখন।
এখন আমার অনেক ভয়
হাত থেকে বাসন পরে শব্দ হওয়ার ভয়,বারান্দা থেকে কাপড় আনতে –
ভুলে যাওয়ার ভয়;
ঘর গুছাতে না পারার ভয়
নিজে হাতে রিমোটে টিভি ছাড়ার ভয়।
এতসব ভয়ে আমি এখন ভয়ের রোগী হয়ে গেছি।

❤️
মা
অজয় কুমার মজুমদার

পৃথিবীর আলোয় কেঁদে ওঠে সন্তান,
প্রসবের যন্ত্রণা ভুলে হৃদয়ে সঞ্চালিত রক্তে রক্তে সুখ যার।
যোদ্ধার চেয়েও লড়াকু যিনি
হৃদয়ে বিঁধে রাখে সকল ব্যথা।
সে আমার মা
সে জগতের মা।

জন্ম জন্ম ধরে ত্যাগ তিতিক্ষায়,
ভালোবেসে জড়িয়ে নিয়েছে যিনি সন্তানের সমুদয় আবদার।
অবদানের ক্ষেত্রটি একদমই খালি নেই যার।
সে আমার মা,
সে জগতের মা।

প্রবাস জীবনে নিভৃতে হেসে কাঁদি
সেখানে মা নেই,
ভালোবাসা কোথায় পাই?
জানালার ধারে ঘোর চোখে তোমাকে যে চাই।
সকল প্রতিবন্ধকতায় অনুপ্রেরণায় দেও
কোলে মাথা রেখে ভালোবাসা দিয়ে যাও,
তোমার চোখে এ হৃদয়ের ভালোবাসা।
তুমি যে ভালোবাসার প্রতিমা!

এদেশের ধুলিকণাও তোমার কথা বলে
প্রকৃতির জ্বলন্ত প্রাণের আচ্ছাদনে সবুজের মেলায় কেউ ভূমিষ্ট হয় নি,
দু’হাতের আলিঙ্গনে ধরে আছো বক্ষে।
অতুল রুপে বয়ে যাও
সন্তানের ধ্রুবতারা অন্বেষের স্বপ্নধারায়
তুমি যে সৌন্দর্যের নাবিক।
তাই এ দেশ আমার মা।
হে মা তোমায় কোটি কোটি প্রনাম।
জিজ্ঞাসিলাম,
মাগো ওমা!
সুখ কাকে বলে?
তুমি বলো
তোরাই আমার সুখ
আমি বলি
শুধু তুমি নও,
তোমার ছায়াতেও আমার সুখ।
যে হৃদয় মন্দিরে স্থাপিত সুখের বিচক্ষণ চূড়া,
সে আমার মা,
সে জগতের মা।

যত আনন্দ যাতনায় ডুবে থাকা ধরনী,
আলোয় আঁধারে বিচিত্র আলোড়নের রাজ্যে যিনি বিস্তৃত শিরোনামের রাণী ।
সে আমার মা,
সে জগতের মা।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin