বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন


মুখ ঢেকেই ক্যামেরার সামনে আফগান নারী সাংবাদিকরা

মুখ ঢেকেই ক্যামেরার সামনে আফগান নারী সাংবাদিকরা


শেয়ার বোতাম এখানে

আন্তর্জাতিক ডেস্ক:
তালেবানের নির্দেশ মোতাবেক মুখ ঢেকেই কাজ শুরু করেছেন আফগানিস্তানের নারী সাংবাদিক ও উপস্থাপকরা। রোববার (২২ মে) মুখ ঢেকে টিভি ক্যামেরার সামনে সংবাদ পাঠ করতে দেখা যায় দেশটির নারী সংবাদ উপস্থাপকদের।

গত বুধবার (১৮ মে) নারী সাংবাদিক ও উপস্থাপকদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছিল দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। শনিবারের মধ্যে (২১ মে) এ সিদ্ধান্ত কার্যকরের কথা থাকলেও বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী সাংবাদিকরা।

তারা আশা করেছিলেন, ঐক্যবদ্ধ প্রতিবাদ দেখে তালেবান নেতৃত্ব হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কিন্তু তালেবান জানিয়ে দেয়, এই সিদ্ধান্ত চূড়ান্ত। এরপর ব্যর্থ হয়ে মুখ ঢেকেই টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তারা।

হতাশার কথা জানিয়ে আফগান টিভি চ্যানেল টোলো নিউজের উপস্থাপক সোনিয়া নিয়াজি বলেন, ‘‘বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপানো হচ্ছে। উপস্থাপনার সময় মুখ ঢাকলে খুবই অসুবিধা হয়।’’

সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদক ফেসবুকে লিখেছেন, ‘‘আজ আমাদের দুঃখের দিন। পুরুষ সাংবাদিকরাও রোববার নিজেদের মুখ কালো মাস্ক দিয়ে ঢেকে রেখেছিল।’’

আরেক উপস্থাপক খাতিরা আহমেদি বলেছেন, ‘‘আমি ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না, ঠিকভাবে কথা বলতে পারছি না, তাহলে কী করে অনুষ্ঠানের উপস্থাপনা করব?’’

মুখ ঢেকে সংবাদ পাঠ না করলে শাস্তির হুমকি দিয়েছিলে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। অনেকে ধারণা করছেন শীঘ্রই নারীদের টেলিভিশনের পর্দায় হাজির হওয়াই বন্ধ করে দেবে গোষ্ঠীটি।

সূত্র: ডয়েচে ভেলে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin