শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন


মোগলাবাজারে স্ত্রীকে বালিশচাপায় হত্যা, স্বামীর দায় স্বীকার

মোগলাবাজারে স্ত্রীকে বালিশচাপায় হত্যা, স্বামীর দায় স্বীকার


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেটের মোগলাবাজারে স্ত্রী লাকি আক্তারকে (২৬) হত্যার ঘটনা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী মো. শাহিদ আহমদ। শনিবার (৬ মার্চ) সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (৪ মার্চ) স্ত্রী লাকি আক্তারকে হত্যা করেন শাহিদ। পরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী শহিদ আহমদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শহিদ আহমদকে গ্রেপ্তার দেখায় মোগলাবাজার থানার পুলিশ।

শনিবার তাকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে তোলা হলে বিচারক সাইফুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে স্বামী মো. শাহিদ আহমদ বলেন, বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জের ধরে বিভিন্ন সময় স্ত্রী লাকি আক্তারকে শারীরিক নির্যাতন করতেন শাহিদ আহমদ। এরই ধারাবাহিকতায় গত ৩ মার্চ রাতে লাকি আক্তারের সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় লাকিকে শারীরিকভাবে নির্যাতন করেন শাহিদ।

একইভাবে পরদিন ৪ মার্চ সকাল ৯টার দিকে শাহিদ আহমদ নিজেদের শয়নকক্ষে লাকি আক্তারের সঙ্গে ফের ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে শাহিদ তার স্ত্রী লাকি আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং হত্যার উদ্দেশে তার মুখে বালিশচাপা দিয়ে ধরে থাকেন। পরে লাকি আক্তারের মৃত্যু নিশ্চিত হওয়ার পর শাহিদ আহমদ লাকির মৃতদেহ পলিথিন দিয়া মুড়িয়ে বসতঘরের ড্রামে ঢুকিয়ে রাখেন এবং ২ ঘণ্টা পরে লাশ ড্রাম থেকে বের করে বিছানায় শুইয়ে রাখেন।

সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin