বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন


যাদুকাটা নদীর নৌকা ডুবে নিহত হাসিনুরের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

যাদুকাটা নদীর নৌকা ডুবে নিহত হাসিনুরের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা


শেয়ার বোতাম এখানে

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটায় লাকড়ি কুড়াতে গিয়ে নৌকা ডুবে নিহত যুবক হাসিনুরের(হাসানের) পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

আজ(১৯ জুন শনিবার) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাহান কবির সরেজমিনে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাঘটিয়া গ্রামের নিহত মোঃ হাসানের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারটির প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন। এবং সেই সাথে তাৎক্ষনিকভাবে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া সরকারি বিধি মোতাবেক পরিবারটিকে অন্যান্য সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে আস্বস্ত করেন। এবং নদীতে চলাচলের বিষয়ে সকলকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, গতকাল ১৮ জুন শুক্রবার বিকেলে যাদুকাটা নদীতে লাকড়ি তুলতে গিয়ে নৌকা ডুবে হাদিনুর আরোপ হাসান(৩৫) নামের ওই যুবক নিখোঁজ হন। পরে আজ ১৯ জুন শনিবার দুপুরে একদল চৌকস ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ সদস্যদের সহায়তায় যাদুকাটা নদী থেকে তার উদ্ধার করা হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin