বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন


রৌমারীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষী গ্রেফতার

রৌমারীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষী গ্রেফতার


শেয়ার বোতাম এখানে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির আঙিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ সহ চাষী কাইয়ুম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী কাইয়ুমকে বাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ীর আঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষী কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin