শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন


শাবিপ্রবির এসএউডিএস’র নতুন নেতৃত্বে নাঈম-ইফতি

শাবিপ্রবির এসএউডিএস’র নতুন নেতৃত্বে নাঈম-ইফতি


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র ২১তম নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান নাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইফতেখার আহমেদ ইফতি মনোনীত হয়েছেন।

রবিবার রাতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির মডারেটর ও পলিটক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নাফিজা আনজুম প্রমুখ।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন-
সহ-সভাপতি মোঃ আবু রিদওয়ান খান, সহকারী সাধারণ সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়াম, কোষাধ্যক্ষ মোমতাহিন চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ সায়মা মেহজাবিন চৌধুরী, বিতর্ক গবেষক জান্নাতুন নাহার তান্নি, বাংলা বিতর্ক সমন্বয়ক মোঃবায়েজীদ হাসান, সহকারী বাংলা বিতর্ক সমন্বয়ক মেহরাব সাদাত , ইংরেজি বিতর্ক সমন্বয়ক ফাহিদুল ইসলাম খান, সহকারী ইংরেজি বিতর্ক সমন্বয়ক সুমিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান হিমেল, সহকারী সাংগঠনিক সম্পাদক রওনক জাহান মুনা, অফিস সম্পাদক চৈতী দাস, সহকারী অফিস সম্পাদক রিফাত জাহান রুহানি, প্রকাশন ও প্রচার সম্পাদক জিনাত আরা খানম, সহকারী প্রকাশন ও প্রচার সম্পাদক মোবাশশিরা নাজনীন এবং সংঘ মিত্রা ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সাদমান সাকিব, জুমানা হাসান এবং ইসমাত ফাতেমা মনোনীত হয়েছেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin