বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন


শায়েস্তাগঞ্জে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাত করলেন ইউপি সদস্য!

শায়েস্তাগঞ্জে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাত করলেন ইউপি সদস্য!


শেয়ার বোতাম এখানে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল হাসিম জারুনের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা যায় আব্দুল হাসিম জারুন কর্মসৃজন প্রকল্পের টাকা জন্য ১লাখ ৬৩ হাজার ৮শ টাকা বরাদ্দ পান। এর মধ্যে তিনি ৬ জন কে ৪ হাজার টাকা করে ২৪ হাজার টাকা আর ১৫ জন কে ৩ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা পরিশোধ করে মোট ৬৯ হাজার টাকা খরচ করছেন।

প্রকল্পের বাকি ৯৪ হাজার ৮শ টাকা আত্বসাত করেছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক আমেনা খাতুন টাকা আত্বসাতের অভিযোগ করেন।

এই ঘটনার খবর পেয়ে ইউএনও সুমী আক্তার তাৎক্ষনিক ঘটনা স্থলে ছুটে যান। কিন্তু তখন ইউপি আব্দুল হাসিম জারুন পালিয়ে যান।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন আমি এ ঘটনা জেনেছি এখনো মামলা হয়নি। মামলা হলে আমরা ব্যবস্থা নিব।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমি আক্তার অভিযোগের সতত্যা নিশ্চিত করে বলেন, সরকারি টাকা আত্বসাত করে কেউ বাচতে পারবে না। আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি মেম্বার পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin