বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন


শায়েস্তাগঞ্জে ১৬ টি দুর্গাপূজা মন্ডপে ৪ লক্ষাধিক টাকা বিতরণ

শায়েস্তাগঞ্জে ১৬ টি দুর্গাপূজা মন্ডপে ৪ লক্ষাধিক টাকা বিতরণ


শেয়ার বোতাম এখানে

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৬টি দুর্গাপূজা মন্ডপে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ৪ লক্ষ ১৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে এসব টাকা বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।

এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাক্ষণডুরা ইউপি চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম মোতাহের হোসেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, ব্রাক্ষণডুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী দিলু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ রির্পোটাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী,শায়েস্তাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্য খৃষ্টান সংগঠনের সভাপতি অসিত দাশ মন্টু, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক প্রমুখ।

পরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য, জনপ্রতিনিধিগন ও গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আবু জাহির এমপি বলেন- আসন্ন দূর্গাপুজা নির্বিগ্নে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্তক থাকার ও শায়েস্তাগঞ্জকে মাদক, নারী নির্যাতন মুক্ত রাখার লক্ষে প্রশাসনকে সর্তক থাকার আহব্বান জানান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin