শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১০ অপরাহ্ন


শিক্ষক-কর্মকর্তাদের গুনগত মান বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধ পরিকরঃ শাবি উপাচার্য

শিক্ষক-কর্মকর্তাদের গুনগত মান বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধ পরিকরঃ শাবি উপাচার্য


শেয়ার বোতাম এখানে

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটি অনন্য বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের গুনগত মান বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধ পরিকর। আইকিউএসির নিয়মিত কর্মশালাগুলো শিক্ষক ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ওয়ার্কশপের উদ্বোধনকালে এসব কথা বলেন উপাচার্য।

দিনব্যাপী এ ওয়ার্কশপের শিরোনাম ছিলঃ ‘সুশাসনের উপর প্রশিক্ষণঃ অফিসিয়াল এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা’। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল এর সঞ্চালনায় এতে শেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin