বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন


শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হবে নিজামউদ্দিন লস্করকে

শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হবে নিজামউদ্দিন লস্করকে


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না আর নেই। রবিববার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরের নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। ছেলে যুক্তরাজ্য প্রবাসী।

শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেয়া হবে। এরপর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাজ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে। সেখানেই দাফন করা হবে তাকে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানান, নিজামউদ্দিন লস্কর ময়নার মরদেহ গত ৮ জানুয়ারি ব্রেনস্ট্রোক করেন। এরপর তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তিনি লাইফসাপোর্টে ছিলেন। গত বৃহস্পতিবার লাইফসাপোর্ট খুলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এরপর শুক্রবার তাকে নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। রবিবার রাতে সেখানে তিনি মারা যান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin