বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন


শ্রীমঙ্গলে বর্ডার গার্ড স্কুল প্রাক্তন শিক্ষার্থীদের দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

শ্রীমঙ্গলে বর্ডার গার্ড স্কুল প্রাক্তন শিক্ষার্থীদের দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ


শেয়ার বোতাম এখানে

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডারগার্ড পাবলিক (রাইফেলস) হাই স্কুলের ২০০৩ থেকে ২০২০ সালের এসএসসি ব্যাচের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া অ্যালামনাই এসোসিয়েশন।
শনিবার (৯ মে) দুপুর ৩টায় শহরতলীর বিরাহিমপুর এলাকায় করোনা ভাইরাসজনিত সংকটকালীন সময়ে প্রজেক্টঃ “আসুন অসহায়ের পাশে দাড়াঁই” এর মাধ্যমে “সকল ভাল কাজে আমরা একসাথে” এই প্রতিপাদ্য নিয়ে প্রথম ধাপে তিনশত পঞ্চাশ জন অসহায় দরিদ্রদের মাঝে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিতি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম, জেলা পুলিশ প্রশাসনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান।
বর্ডারগার্ড পাবলিক (রাইফেলস) হাই স্কুলের বিভিন্ন ব্যাচের অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তণ শিক্ষার্থী ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, প্রাক্তণ শিক্ষার্থী মির্জা রাসেল, রাজীব শর্মা, অজিত ভৌমিক, অনিক বর্ধন, , শফিকুল ইসলাম জাবেদ, মোঃ শামীম মিয়া, সাজন আহমেদ, ইফতেখার মাহিন, জহির মিয়া, তন্ময়, রমজান মিয়া,শুয়েবুল ইসলাম, রুবেল রাজ, নাছির আহমেদ, তামিম,জীবন, মুসফিক প্রমুখ।

বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ইয়াছিন আরাফাত রবিন জানান, স্কুলের বিভিন্ন ব্যাচের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা এক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করেছে। শনিবার প্রথম ধাপে ৩৫০ জন কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে স্কুলের ব্যাচ ভিত্তিক প্রতিনিধিরা বিভিন্ন এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে আরও ৬৫০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin