বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫০ অপরাহ্ন


শ্রীমঙ্গলে ১ হাজার ট্রাক বালু জব্দ

শ্রীমঙ্গলে ১ হাজার ট্রাক বালু জব্দ


শেয়ার বোতাম এখানে

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার ট্রাক বালু জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ১১টা থেকে উপজেলার ভূনবীর ইউনিয়ন ও সাতগাঁও ইউনিয়নের ৬টি অবৈধ বালুর ঘাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল আলম, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দিনভর অভিযান চালিয়ে উপজেলার ৬টি স্পট থেকে প্রায় ১ হাজার ট্রাক বালুগুলো জব্দ করা হয়েছে। এ সময় ৪টি শ্যালো মেশিন জব্দ করে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে। আমরা বালুগুলো জব্দ করে রেখে আসার পর রাতের বেলা খবর পাই বালুখেকোরা জব্দকৃত বালু সরিয়ে ফেলার চেষ্টা করছে। আমরা সাথে সাথে আবার অভিযান করে ট্রাক ভর্তি বালু জব্দ করে থানায় নিয়ে এসেছি।
অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।
এদিকে অবৈধ বালু ব্যবসায়ীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় গ্রামবাসীরা। বালুখেকোরা ছড়া ও কৃষিজমি ভাড়া নিয়ে গভীর গর্ত করে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করছেন। বালু উত্তোলন করায় ছড়ার গতিপথ পরিবর্তন হয়ে পাহার টিলা ও কৃষিজমি ধ্বসে পড়েছে। বালুখেকোরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রামবাসী মুখ খুলতে পারেন না।

শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin