বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন


সাংবাদিকের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

সাংবাদিকের ছবি দিয়ে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি


শেয়ার বোতাম এখানে

ওসমানীনগর প্রতিনিধি:

দৈনিক মানবজমিন পত্রিকার সিলেটের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীনের ছবি ব্যবহার করে কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্নজনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ ঘটনায় সাংবাদিক জয়নাল আবেদীন সোমবার (১২ এপ্রিল) দুপুরে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর- ৫২৮) করেছেন।

সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, Goala-bazar ((https://www.facebook.com/goala.bazar.71) নামের একটি আইডি থেকে আমার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্নজনের বিরুদ্ধে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছে। যাতে আমার মানসম্মান ক্ষুন্নসহ আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এই আইডির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এই আইডির বিরুদ্ধে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক সাধারণ ডায়েরি রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin