শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯ অপরাহ্ন


সাংবাদিক সুফিয়ানকে হুমকি: বিয়ানীবাজার প্রেসক্লাবের নিন্দা ও উদ্বেগ

সাংবাদিক সুফিয়ানকে হুমকি: বিয়ানীবাজার প্রেসক্লাবের নিন্দা ও উদ্বেগ


শেয়ার বোতাম এখানে

বিয়ানীবাজার প্রতিনিধি:

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রতিনিধি সুফিয়ান আহমদকে হত্যার হুমকি দেয়ার ঘটনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিয়ানীবাজার প্রেসক্লাব। সম্প্রতি সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে তাকে অকথ্য গালিগালাজ এবং টুকরো-টুকরো করার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় সুফিয়ান আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রী করেছেন। এটি থানার উপ-পরিদর্শক (এসআই) যীশু দত্ত তদন্ত করছেন বলে জানা যায়। এরপরও সাধারণ ডায়রীতে উল্লেখ করা বিবাদীরা তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠেছে। তবে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উত্তাপন করেছেন সাংবাদিক সুফিয়ান আহমদ।

এদিকে প্রেসক্লাব সদস্য সুফিয়ান আহমদকে হত্যার হুমকির ঘটনার সুষ্টু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে জরুরী সভা অনুষ্টিত হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি সজীব ভট্রাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক শিপার আহমদ পলাশ, কার্যনির্বাহী সদস্য জহীর উদ্দিন, সদস্য আবুল হাসান, ইকবাল হোসেন, জসীম উদ্দিন, সাদিক হোসেন এপলু, এম ও ওমর, সাকের আহমদ, কাওসার আহমদ সজীব, মাকসুদ মনি, আমিনুল হক দিলু, আহমদ এহসানুল কাদির প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin