বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন


সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রতিমন্ত্রী মাহবুব আলী

সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রতিমন্ত্রী মাহবুব আলী


শেয়ার বোতাম এখানে

কামরুজ্জামান আল রিয়াদ, হবিগঞ্জ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। শারদীয় দুর্গোৎসব ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এ সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে,সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

বুধবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বজনিন পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান ও সমাজ সেবা অধিদপ্ত কতৃক চা শ্রমিক পরিবার সমূহের মাঝে এককালীন অনুদান বিতর অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল,চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার,সাধারন সম্পাদক আবুল খায়ের,ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, রমিজ উদ্দিন, শামসুজ্জামান শামিম, ফজলুর রহমান তরফদার সবুজ,উপজেলা যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, চুনারুঘাট কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার।

সভা শেষে চুনারুঘাট শহীদ মিনার চত্বরে জাতীর পিতা বঙ্গবন্ধু ম্যুরাল এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin