বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন


সালমান শাহ উৎসব নিয়ে যা বললেন তার স্ত্রী সামিরা

সালমান শাহ উৎসব নিয়ে যা বললেন তার স্ত্রী সামিরা


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক:
অমর নায়ক সালমান শাহ। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। সেই ছবিগুলো যেমন ব্যবসায়িকভাবে পেয়েছে সাফল্য তেমনি প্রশংসিত হয়েছে সর্ব মহলে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল প্রয়াত হন এ নায়ক। তার না থাকার ২৩ বছর পেরিয়েও তিনি উজ্জ্বল ভক্তদের হৃদয়ে। তিনি এখনো নায়কদের নায়ক হয়েই ইন্ডাস্ট্রিতে সমাদৃত।

আজ সালমান শাহের জন্মদিন। বেঁচে থাকলে এবারে ৪৮ বছরে পা রাখতেন এই সুপারস্টার। স্মরণ ও শ্রদ্ধায় দিনটিকে পালন করছে সালমান ভক্তরা। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে তার অভিনীত সিনেমা।

এদিকে সালমানের জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশস আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় মধুমিতা সিনেমা হলে উৎসবের উদ্বোধন হয়ে গেল। উৎসবকে ঘিরে সালমান ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই।

তার ভিড়ে যোগ দিয়েছেন সালমানের স্ত্রী সামিরাও। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে জাগো নিউজকে বলেন, ‘আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই যারা সালমানের সৃষ্টিশীলতা নিয়ে এখনো আগ্রহী, কাজ করছেন। সবার মাঝে নতুন করে সালমানকে ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন করেছেন।’

তিনি আরও বলেন, ‘সালমানের মৃত্যুর পর তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি টানাটানি হয়েছে। সত্যকে এড়িয়ে মিথ্যের সাম্রাজ্যে নানা রকম রূপকথার জন্ম দেয়া হয়েছে। প্রিয় নায়কের প্রতি আবেগে সালমানের ভক্তরা সেই রূপকথাকে খুব সহজেই গ্রহণ করেছে। তাদের কাছে আমাকেও খলনায়িকা বানানো হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির সবাই জানে আমিই ছিলাম সালমানের জীবনে বাস্তবের স্বপ্নের নায়িকা। যাকে ছাড়া সালমান একটি মুহূর্তও কল্পনা করতো না।

আশার কথা হলো দিনে দিনে পরিস্থিতি পাল্টাচ্ছে। মানুষ সত্যটা নিয়ে ভাবছে। সালমানের ব্যক্তি জীবনকে বাদ দিয়ে তার সৃষ্টিশীলতা নিয়ে কথা বলছে, কাজ করছে। এটা যত বেশি হবে ততবেশি ইন্ডাস্ট্রিতে আসা নতুনদের জন্য প্রেরণা তৈরি হবে। কারণ,
স্টাইলে, ফ্যাশনে, সাফল্যে ও অভিনয়ে সালমানকে ফলো করতে চায় সবাই। তাদের জন্য সালমানের নায়ক জীবনের চর্চা ও সিনেমাগুলোর প্রতি মনযোগ বাড়ানো দরকার।’

সামিরা সালমানের সিনেমাগুলো সংরক্ষণের দাবি জানিয়ে বলেন, ‘যারা উৎসব করছেন তারা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ নিয়েছেন। তবে আমি মনে করি সালমান শাহের সিনেমা নিয়ে উৎসবের চেয়ে বেশি জরুরি তার সিনেমাগুলোকে সংরক্ষণ করা। কারণ ওগুলোর প্রিন্ট অনেক পুরনো। ফুটেজ খুব বেশিদিন ঠিক থাকবে না। সেজন্য প্রিন্টগুলো ডিজিটালাইজড করে নেয়া উচিত। তাতে করে চিরকাল সালমানের ছবিগুলো সংরক্ষিত থাকবে। সিনেপ্লেক্সেও ছবিগুলো চালানো যাবে যে কোনো সময়।’

সামিরা জন্মদিন উপলক্ষে সালমানের জন্য দোয়া চেয়েছেন তার ভক্তদের কাছে, দেশবাসীর কাছে। তিনি বলেন, ‘মানুষ হিসেবে সালমান ছিলেন খুবই চমৎকার একজন। তার সততা, পেশাদারীত্ব, মানবিকতার প্রশংসা সবাই করতো, এখনো করে। তবে মাত্রাতিরিক্ত ইমোশন তাকে আজীবন চাপা কষ্ট দিয়েছে। সেই কষ্ট নিয়েই চলে গেলেন সালমান। প্রিয় নায়কের স্মরণে যে যাই করুন না কেন সময় করে ওর জন্য দোয়া করবেন। জীবনের ওপারে যেন ভালো থাকেন সবার প্রিয় সালমান শাহ।’

প্রসঙ্গত, ঐহিত্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর সাত দিনব্যাপী চলবে উৎসব। এখানে নন্দিত নায়ক সালমান শাহ অভিনীত ছয়টি ছবি প্রদর্শিত হবে। দৈনিক তিনটি করে শো চালানো হবে বলে জানিয়েছেন হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

উৎসবে বাছাই করা ছবিগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে ও সত্যের মৃত্যু নেই।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin