বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:১২ অপরাহ্ন


সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের নিয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা

সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের নিয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর জেলা কার্যকরী কমিটির উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। গত ২০ ফেব্রুয়ারী রাত ৮ টায় টুকেরবাজার কার্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সহ-সভাপতি মো.আব্দুল হামিদের পরিচালনা প্রধান অতিথি বক্তব্য রাখেন জালালাবাদ থানা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিয়ার রহমান।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী, ট্রাফিক বিভাগের এসি আসিদুর রহমান, জালালাবাদ থানা অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সহ-সভাপতি মো. আবুল খান, সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, মৌলোভীবাজার উপ-পরিষদের সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, সাবেক সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সহ- সভাপতি তুফায়েল আহমদ, সম্পাদক শিবলী আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, শাহী ঈদগা উপ-পরিষদের সহ-সভাপতি শাহ আলম, সম্পাদক এম বরকত আলী, সদস্য আব্দুর রহিম, তিতাস খান, আক্তার, রাসেল আহমদ, বন্দর বাজার উপ-পরিষদের সভাপতি লিটন আহমদ, তেমুখি উপ-পরিষদের সভাপতি খালিক আহমদ, জেলা কমিটির সদস্য এমাদ উদ্দিন, টিলাগড় উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুজন মিয়া, সম্পাদক এম এ করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলেক খান প্রমুখ।

সচেতনতামূলক সভায় বক্তারা বলেন এখন সিএনজি অটোরিক্সা পরিবহন শ্রমিকরা বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়েই গাড়ি পরিচালনা করছে যা অত্যান্ত প্রশংসনীয়। এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা মনে করি। কিছু দিন যাবত সিলেটের বিভিন্ন জায়গায় পুলিশ ডিউটি নামে সিএনজি চালিত অটোরিক্সাতে ডিউটি নামক টুকেন বিক্রি হচ্ছে তা অত্যন্ত দুঃখ জনক। এ থেকে পরিবহন শ্রমিকরা মুক্তি পেতে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন। সভায় বক্তারা আরো বলেন শুধু পরিবহন শ্রমিকরাই সচেতন হলে হবে না পাশাপাশি যাত্রীদের কেও সচেতন হতে হবে। বিভিন্ন সময় দেখা যায় ১০ টাকার ভাড়া চালককে দিতে গিয়ে ১০০ টাকার নোট ধরিয়ে দেয়া হয় এতে করে যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয় সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকরা এসব সমস্যার কারণে রেকারিং সহ অন্যান্য মামলার সমস্যায় তাদের পরতে হয়। তাই একটি সুন্দর সমাজ গড়তে সকলকে সচেতনভাবে কাজ করতে হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin