বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন


সিলেটে আজ প্রথম করোনা রোগি সনাক্ত: অবশেষে নিরাপদ থাকলনা পূণ্যভূমি

সিলেটে আজ প্রথম করোনা রোগি সনাক্ত: অবশেষে নিরাপদ থাকলনা পূণ্যভূমি


শেয়ার বোতাম এখানে

সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

আজ রোববার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি জানান, বর্তমানে রোগী তার নিজ বাসাতেই আছেন। সিলেটের যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন চিকিৎসক। রোগ ধরা পড়ার পর তার বাসার সবাইকে লকডাউন করে রাখা হয়েছে।দীর্ঘদিন থেকে এই চিকিৎসক বাসায় অবস্থান করছেন। তিনি বাইরে বের হচ্ছেন না।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ঢাকায় আইইডিসিআরে ওই পুরুষ ব্যক্তির শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত বলে ফলাফল আসে।

তিনি আরো জানান, আজ রবিবার সিলেট শহরের বাসিন্দা এই চিকিৎসকের করোনাভাইরাস ধরা পড়ার পর তার বাসা লকডাউন করা হয়েছে। তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চিকিৎসক রোগী বয়স্ক ও তিনি সিলেট মহানগর এলাকার বাসিন্দা।

সিলেটে এতোদিন করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। রোববার প্রথম রোগী সনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার দেশব্যাপী যে ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এর মধ্যে তিনি একজন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin