বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন


সিলেটে কমছে কোয়ারেন্টাইন সংখ্যা

সিলেটে কমছে কোয়ারেন্টাইন সংখ্যা


শেয়ার বোতাম এখানে

সিলেটে দ্বিতীয়দফা বেড়ে আবার কমতে শুরু করেছে করোনা সন্দেহভাজনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন সর্বমোট ২৯২১ জন।

গতকাল ২৪ ঘন্টায় ছিলেন তিন হাজার ৪৫ জন। এর আগের দিন ছিলেন তিন হাজার ৬০ জন। ১০ মার্চ থেকে কোয়ারেন্টাইন শুরু হলে সিলেটে। তখন প্রবাসী আসা শুরু হয়।

আর প্রতিদিন বাড়তে থাকে হোম কোয়ারেন্টাইনে নেয়ার সংখ্যা। এতে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৮৮ জনে। পরে আবার তা কমতে থাকে। সর্বশেষ ৪ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে সংখ্যা নেমে আসে ৪৯০ জনে।

সিলেটে ঢাকা ও নারায়ণঞ্জ থেকে মানুষ ফিরে আসা শুরু হয় ৫ এপ্রিল থেকে। তখন আবার বাড়তে থাকে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা। এ সংখ্যা বেড়ে পরশু ছিল সর্বোচ্চ তিন হাজার ৬০ জন। এর পর গত দুদিন থেকে আবার কমতে শুরু করেছে। পরশু থেকে আজ পর্যন্ত কমেছে ১৩৯ জন।

গত ২৪ ঘন্টায় বিভাগের সিলেট জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২৪৯ জন। সুনামগঞ্জ জেলায় ১২৩৬ জন। হবিগঞ্জ জেলায় ৯৭০ জন ও মৌলভীবাজার জেলায় ৪৬৬ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে গেছেন ১৮৩ জন। আর কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২৯০ জন।

সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত ২০ জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin