বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১২ অপরাহ্ন


সিলেটে করোনা সন্দেহভাজন কমল ১৫ জন

সিলেটে করোনা সন্দেহভাজন কমল ১৫ জন


শেয়ার বোতাম এখানে

গত কয়েক দিন ধরে বেড়েই চলেছিল করোনা সন্দেহভাজনের সংখ্যা। দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের প্রভাবে সিলেটেও সন্দেহভাজানের সংখ্যা ক্রমে বেড়ে গিয়ে তিন হাজার ৮৮ জনে দাঁড়িয়েছিল। এরা সকলেই ছিলেন হোম কোয়ারেন্টাইনে। পরে সংখ্যা কমতে থাকে এবং এক সময় তা ৪৯০ জনে চলে আসে।

কিন্তু সিলেটে হঠাৎ করে ঢাকা থেকে ও নারায়ণগঞ্জ থেকে শ্রমিক পোশাক শ্রমিকরা আসতে থাকায় সম্প্রতি এ সংখ্যা আবার বাড়তির দিকে যায়। এতে বাড়তে বাড়তে গিয়ে গতকাল পর্যন্ত তিন হাজার ৬০ জনের দাঁড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকাদের সংখ্যা।

এ সংখ্যা আজ কিছুটা কমে তিন হাজার ৪৫ জনে নেমেছে। বিভাগের সিলেট জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ২১৮ জন।

সুনামগঞ্জ জেলায় আছেন ১৪২০ জন। হবিগঞ্জ জেলায় আছেন ৯৩৫ জন ও মৌলভীবাজার জেলায় রয়েছেন ৪৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে গেছেন ২০৫ জন। আর কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ২৫৭ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin