বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন


সিলেটে তীব্র তাপদাহেরশেষে স্বস্তির বৃষ্টি

সিলেটে তীব্র তাপদাহেরশেষে স্বস্তির বৃষ্টি


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট :: সারা দেশের ন্যায় সিলেটে টানা কয়েকদিনের তাপদাহের পর নেমেছে বৃষ্টি। প্রচন্ড গরমে হাঁপিয়ে উঠেছিল মানুষ। গতকাল শনিবার দুপুরে সিলেটের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। সিলেট আবহাওয়া অফিস গতকাল শনিবার থেকে বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আগেই।
টানা ২/৩ দিনের তাপদাহে দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের মানুষও কষ্টে ভুগেছিলেন। ঘরে-বাইরে, কেউ শান্তিতে ছিলেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভোগান্তিও ছিল। তাপদাহ দীর্ঘায়িত হতে পারে এমন সংবাদে তাই আতঙ্কিত ছিলেন সিলেটবাসী।
সিলেট আবহাওয়া অফিসের আবাহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, শনিবার বেলা ১২টায় সিলেট ও আশপাশ এলাকায় বৃষ্টি শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী এ বৃষ্টিপাত হয় ১২ দশমিক ০২ মিলি মিটার।
তিনি জানান, গত শুক্রবার সিলেট ও আশপাশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রি। সিলেট বিভাগের জন্য স্বস্তির সংবাদও। আজ থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২/৩ দিনেও আবহাওয়া তেমনই থাকতে পারে বলেও জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin