বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন


সিলেটে নতুন আশঙ্কায় রিপোর্টের অপেক্ষায় দৃষ্টি এখন ঢাকায়

সিলেটে নতুন আশঙ্কায় রিপোর্টের অপেক্ষায় দৃষ্টি এখন ঢাকায়


শেয়ার বোতাম এখানে

সিলেটে আজ আবার নতুন শঙ্কা দেখা দিয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বর্তমানে করোনা সন্দেহভাজন ইউনিটে ৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।

এরমধ্যে ২ জনের নমুনা গতকাল ঢাকায় পাঠানো হয়েছে, আজ অথবা আগামীকাল তাদের রিপোর্ট আসবে। এদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে অপরজনের অবস্থা স্থিতীশিল রয়েছে। তাই আশঙ্কাজনক ব্যক্তির রিপোর্টের জন্য অপেক্ষার দৃষ্টি এখন ঢাকায়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, বুধবার হাসপাতালে ৪ জন রোগী ছিলেন। তাদের মধ্যে দুজনের রিপোর্ট আগেই নেগেটিভ এসেছে। আর বাকি দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ রাতে অথবা আগামীকাল তাদের রিপোর্ট আসবে। তাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তবে অপর জনের অবস্থা স্থিতীশিল।

আর যে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের একজনকে ছাড়পত্র দিয়ে বাসায় পাঠানো হবে। অন্যজনকে অন্য চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin