বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন


সিলেটে ব্যাংকার ‘হত্যা’ : হাছনুরকে আদালতে তোলা হবে আজ

সিলেটে ব্যাংকার ‘হত্যা’ : হাছনুরকে আদালতে তোলা হবে আজ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

কী ঘটেছিলো সেদিন সিলেট নগরীর বন্দরবাজারে- তা এখনও অজানা। এ রহস্য উদঘাটনে সিএনজি অটোরিকশা চালক নোমান হাছনুরকে রিমান্ডে নিতে চায় পুলিশ। তাকে রবিবার (২৮ ফেব্রুয়ারি) তোলা হবে আদালতে।

হাছনুর বন্দরবাজারে ব্যাংকার মওদুদ আহমদকে (৩৫) পিটিয়ে ‘হত্যা’র মূল অভিযুক্ত। হাছনুর গত ২৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পণ করেন। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

রোববার তাকে আদালতের তোলার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।

তিনি জানান, সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদ হত্যা মামলায় এজাহারনামীয় একমাত্র আসামি সিএনজি অটোরিকশা চালক নোমান হাছনুরকে রিমান্ডে নিতে চায় পুলিশ। গত ২৪ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাসনুরের ৭ দিনের রিমান্ডের রিমান্ডের আবেদন করা হয়। তবে বুধবার আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়নি।। সোমবার তাকে আদালতে ফের তোলা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।

গত বুধবার সকাল ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পণ করেন হাছনুর। শুনানি শেষে আদালতের বিচারক সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষে লড়ছেন আইনজীবি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin