মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


সিলেটে সংস্কৃতিপ্রেমীদের অন্যরকম বিকেল: ‘সুস্থ সংস্কৃতির বিকল্প নাম সিরাত মিডিয়া’

সিলেটে সংস্কৃতিপ্রেমীদের অন্যরকম বিকেল: ‘সুস্থ সংস্কৃতির বিকল্প নাম সিরাত মিডিয়া’


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সুর-ছন্দ আর গানে এক অভূতপূর্ব বিকেল কাটালেন সংস্কৃতিপ্রেমীরা। শুক্রবার (২২ অক্টোবর) সিরাত মিডিয়ার সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে গানের সুরে, প্রাণের হিল্লোলে। শিল্পী, সুরকার, গীতিকার, লেখক, সাংবাদিক আর সংস্কৃতিজনদের মিলনমেলায় এক ভিন্ন আবহ ও আমেজ ছড়ায় অনুষ্ঠানে। প্রাণে প্রাণে বাজে নির্মল সংস্কৃতির সুরলহরি। কণ্ঠে কণ্ঠে উচ্চকিত হয় সিরাতের অনবদ্য আয়োজনের বর্ণিল উপাখ্যান। সিরাতের জনপ্রিয় নাশিদ ‘ফিদাকা ইয়া রাসুলাল্লাহ’র সিঙ্গিং কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এই আয়োজন করা হয়।

সিলেট নগরের একটি অভিজাত হোটেলে শুক্রবার বেলা ২টায় শুরু হয় সিরাতের সংস্কৃতিজনদের এই মিলনমেলা। প্রবীন আলেমে দ্বীন মাওলানা আরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটেন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ, সিরাত মিডিয়ার পরিচালক সাংবাদিক নোমান বিন আরমান। স্বাগত বক্তব্য রাখেন সিরাত মিডিয়ার পরিচালক নাওয়াজ মারজান। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে মূল্যায়ন ব্যক্ত করেন সিরাত মিডিয়ার পরিচালক শিল্পী ও সুরকার মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শালিন আহমদ, শিল্পী শেখ এনাম। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন খুদে শিক্ষার্থী হাফিজ আব্দুল্লাহ তাহমিদ।

আবৃত্তিশিল্পী আলী হোসেন খান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম বিজয়ী হিসেবে নগদ অর্থ, চ্যাম্পিয়ন ট্রফিসহ বিভিন্ন পুরস্কার গ্রহণ করেন মুবিনুর রহমান সোহান। প্রথম রানার-আপের পুরস্কার নেন মতিউর রহমান এনাম ও মুআজ আল জোহানী। প্রায় অর্ধশত প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন ছাড়াও ৫ জন রানার-আপ নির্বাচিত হন।

শুভেচ্ছা বক্তব্যে সাপ্তাহিক বাংলা ভয়েসের সম্পাদক মোহাম্মদ মারুফ বলেন, সিরাত মিডিয়া তাদের কাজের মাধ্যমে স্বতন্ত্র ও অনন্য উচ্চতার পরিচয় বিনির্মাণ করেছে। বিশে^ও কোটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুস্থ সংস্কৃতির এক বিকল্প নাম হয়ে ওঠেছে সিরাত মিডিয়া।

শুভেচ্ছা বক্তব্যে সিরাত মিডিয়ার পরিচালক সাংবাদিক নোমান বিন আরমান বলেন, সিরাত মিডিয়া এখন কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। সিরাত আমাদের প্রাণের স্পন্দন। এই স্পন্দন আমরা ছড়িয়ে দিতে চাই প্রাণ থেকে প্রাণে। মানে ও মননে নির্মল সংস্কৃতি চর্চার চ্যালেঞ্জজয়ে সিরাত সবসময় প্রতিশ্রæত। এই প্রতিশ্রæতি পূরণে কোটি মানুষের ভালোবাসা ও সমর্থন আমাদের পাথেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মকদ্দস আলী, ফখরুদ্দিন রাজী, রফিকুল ইসলাম বাদল, মোহাম্মদ মাসুম, কামরুজ্জামান কমরু, ছড়াকার মতিউল ইসলাম মতিন, মনসুর আহমদ, কবি কিশোয়ার মোশাররফ, মাওলানা সৈয়দ মজদুদ আহমদ, মাওলানা মুজ্জাম্মেল হোসেন রুবেল, মাওলানা জুনেদ আহমদ, জামিল আহমদ, সাংবাদিক ফায়যুর রাহমান, কবির আহমদ খান, সেভ সিলেটের সিইও আয়ান হক, মাওলানা আবু সালেহ আরিফ, মাওলানা নুরুল ইসলাম সেবুল, মাওলানা ওলিউর রহমান, মাওলানা যুবায়ের বিন আরমান, সাদিকুর রাহমান, ইনাম বিন সিদ্দিক, মীম সুফিয়ান, মাহবুব খান, ইবাদ বিন সিদ্দিক, কবি হুসাইন মুহাম্মদ ফাহিম, ওয়াকিল আহমদ আফ্রিদ, শাহেদ নিজাম, হুসাইন হাসিব, মাহফুজ নাঈম, জাকির হোসেন, আহমেদ উল্লাহ রাইয়ান, মুস্তাফিজ আরএস প্রমূখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin