শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন


সিলেটে হাসপাতালে করোনা লক্ষণের ১জন ভর্তি

সিলেটে হাসপাতালে করোনা লক্ষণের ১জন ভর্তি


শেয়ার বোতাম এখানে

সিলেটে এখন পর্যন্ত করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। করোনাভারাসের নানা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক ব্যক্তি সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে সন্দেহজনত ভর্তি করে নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, এই রোগীকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার তার নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ছিলেন মোট দুই জন। আজ শুক্রবার একজন পুরুষের রিপোর্ট সিলেটে এসেছে । তার শরীরে করোনা ধরা পড়েনি। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে নতুন করে এক পুরুষ করোনা সন্দেহে ভর্তি হওয়ায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পুণরায় দুই জনে। এছাড়া হাসপাতালে ভর্তি অপর একজন নারীর অবস্থা কিছুটা আশঙ্কাজনক। এই নারীর পরীক্ষার রিপোর্ট আজ রাতে (শুক্রবার) অথবা আগামিকাল সিলেটে চলে আসতে পারে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin