বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন


সিলেট বিভাগ : ১০টি করে পিপিই পাচ্ছেন উপজেলার ডাক্তাররা

সিলেট বিভাগ : ১০টি করে পিপিই পাচ্ছেন উপজেলার ডাক্তাররা


শেয়ার বোতাম এখানে

সিলেট বিভাগে করোনা চিকিৎসায় ডাক্তারদের জন্য আসছে পিপিই (ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি)। শুক্রবার সন্ধার দিকে সিলেটে এসে পৌছার কথা রয়েছে এসব পিপিই।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান ।

জানা গেছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইতিপূর্বে ৯০০টির মত পিপিই এসেছে ঢাকা থেকে। এরপরে পর্যায়ক্রমে আরো কিছু এসেছিলো।

বৃহস্পতিবার চীন সরকার বাংলাদেশের স্বাধীনতা দিবসের উপহার হিসেবে ১০ হাজার পিপিই দিয়েছে। এসব পিপিই আজ সারা দেশে পাঠানো হচ্ছে। এ লক্ষে সিলেটেও আসছে এসব সরঞ্জামাদি।

ডা. আনিসুর রহমান জানান, আজ এসব পিপিইর পাশাপাশি আসছে গ্লাবস, মাস্ক ও সেনিটাইজার। সিলেট বিভাগের ৩৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণী সম্পদ বিভাগ মিলিয়ে সবজায়গায় ১০টি করে পিপিই দেয়া হবে।

সিলেটে এগুলো রিসিভ করার পরপরই বিভাগের ৩৮টি উপজেলায় এসব সরঞ্জামাদি পাঠানোর ব্যবস্থা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একেকটি পিপিই একজন চিকিৎসক মাত্র একবার ব্যবহার করতে পারবেন। এরপর ফেলে দিতে হবে।

এ হিসেবে তুলনামূলক পিপিই কম হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যায়ক্রমে আরো আসবে। এটার কোন সংকট থাকবে না।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin