বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন


সুনামগঞ্জের শ্রেষ্ঠ এসিল্যান্ড হলেন ছাতকের তাপশ শীল

সুনামগঞ্জের শ্রেষ্ঠ এসিল্যান্ড হলেন ছাতকের তাপশ শীল


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছেন ছাতকের এসিল্যান্ড তাপশ শীল। এ বছর ভূমিসহ সামগ্রিক সেবায় ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন।

রোববার সুনামগঞ্জ জেলা প্রশাসন সম্মেলনে কক্ষে আনুষ্ঠানিক ভাবে তাপশ শীলের হাতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।

এর আগেও ছাতকে করোনা সংক্রমণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় ভূমি মন্ত্রণালয় সচিব মাকসুদুল রহমান পাটোয়ারীও চিঠির মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, তাপশ শীল ছাতকে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর শুনানির মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, ভূমি সেবায় সহজীকরণ, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে জেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) তাপশ শীল বলেন, সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করি। জেলায় শ্রেষ্ঠ হওয়ায় দায়িত্ব আরো বেড়ে গেলো এই অর্জনে ছাতকবাসীও আমার সঙ্গে সমান অংশীদার।

এছাড়া এ অর্জনে সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, ছাতকের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির এবং উনার সহধর্মিণী রুমা খানম, ছাতকের বর্তমান ইউএনও মামুনুর রহমানসহ ছাতকের সর্বস্তরের জনগণের সহযোগিতা পেয়েছি বলেই আজকের এই সম্মাননা পেলাম।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin