বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন


সুনামগঞ্জে দিলু মিয়া হত্যা: একজনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জে দিলু মিয়া হত্যা: একজনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন


শেয়ার বোতাম এখানে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষক দুলা মিয়া হত্যার ঘটনায় একজনকে আমৃত্যু ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মইনুদ্দিন মুরাদ সোমবার বলো ১১টার দিকে রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মন্নাফের বাড়ি উপজেলার দাওরাই গ্রামে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের ইজাজুল, কয়েস, মকসুর, নেছাওর ও নূর হোসেন। আসামিরা সবাই পলাতক রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আদলতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খায়রুল কবির রুমেন।

তিনি বলেন, ‘কৃষক দুলা মিয়া হত্যা মামলার রায় দিয়েছে আদালত। এক আসামির আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।’

এজাহারে বলা হয়, ২০০১ সালে উপজেলার আশারকান্দি দাওরাই গ্রামে আধিপত্য বিস্তারের জেরে কৃষক দুলা মিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় ওই কৃষকের চাচা ছালিক মিয়া আদালতে হত্যা মামলা করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin