শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পূর্বাহ্ন


সুনামগঞ্জে বিভিন্ন দোকানে ভোক্তা অধিদপ্তরের সচেতনতামূলক বাজার মনিটরিং 

সুনামগঞ্জে বিভিন্ন দোকানে ভোক্তা অধিদপ্তরের সচেতনতামূলক বাজার মনিটরিং 


শেয়ার বোতাম এখানে

সুনামগঞ্জ প্রতিনিধি:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং পরিচালক (প্রশাসন) মহোদয়ের তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলাশহরের বিভিন্ন দোকানে সচেতনতামূলক বাজার তদারকি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের মধ্যবাজারে এই সচেতনতামূলক বাজার তদারকি করা হয়। এসময় মধ্যবাজারে অবস্থিত মোদি দোকান, কাচাবাজার, ফার্মেসী, চালের আড়ত ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করাসহ ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবগত করা হয়।

এই সচেতনতামূলক বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্ব দেন।

এসময় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক জিএম তাশহিজ, সুনামগঞ্জ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin