বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন


সৌদি তেলক্ষেত্রে হামলায় ইরানকে দোষী করা উচিৎ নয়: এরদোগান

সৌদি তেলক্ষেত্রে হামলায় ইরানকে দোষী করা উচিৎ নয়: এরদোগান


শেয়ার বোতাম এখানে

প্রতিদিন ডেস্ক:
সৌদি তেলক্ষেত্রে হামলার জন্য ইরানকে দায়ী করার ক্ষেত্রে সাবধান হতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান। ওই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরানপন্থি যোদ্ধা সংগঠন হুতি। তবে পশ্চিমা দেশগুলোর দাবি, ওই হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিলো ইরান। এমনভাবে তেহরানকে একতরফা দোষারোপের বিরুদ্ধে অবস্থান নেন এরদোগান।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি তেলক্ষেত্রে হামলার পেছনে নিজেদের সস্পৃক্ততার দায় অস্বীকার করেছে ইরান। তবে দেশটি জানিয়েছে, তারা একটি পূর্ন মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত। এ নিয়ে মার্কিন ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি বলেন, তেহরানকে দায়ি করা একদমই উচিৎ হচ্ছে না। আমাদেরকে আগে বুঝতে হবে ইয়েমেনের যে কোনো অংশ থেকে এ হামলা হতে পারে। কিন্তু শুধু ইরানকে দোষী করে যাওয়া সঠিক পথ নয়। কারণ যত প্রমাণ পাওয়া গেছে তা ইরানকে দায়ি করার জন্য যথেষ্ট না।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin