বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন


হঠাৎ রাতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির এএসপি আশরাফুজ্জামান

হঠাৎ রাতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির এএসপি আশরাফুজ্জামান


শেয়ার বোতাম এখানে

কমলগঞ্জ প্রতিনিধি: রাত তখন ৯টা। বিদ্যুৎ চলে গেছে। হঠাৎ গ্রামবাসী দেখলেন পুলিশের গাড়ি। গাড়ি দেখে চমকে গেলেন। গাড়ি হতে নেমে  সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান

নিজের পরিচয় দিলেন। এগিয়ে দিলেন খাদ্য সামগ্রী প্যাকেট। গ্রামবাসী দ্রুত আলোর ব্যবস্থা করলেন। ঘটনাটি বুধবার রাতে উপজেলার সবচেয়ে অবহেলিত পতনউষারে রাঙ্গাটিলা নামে চা বাগানের মধ্যখানে ছোট একটি গ্রামে।

করোনা ভাইরাস কারনে দেশে এখন লকডাউন চলছে। সেই লকডাউনে কমলগঞ্জ থানা পুলিশ প্রতিদিন নানা জায়গায় হতদরিদ্রদের পাশে দাড়াঁচ্ছে। তার অংশ হিসাবে পতনউষারের এই অবহেলিত পিছিয়ে পড়া গ্রামের হতদরিদ্র ২০টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়ার জন্য বুধবার রাত ৯টায় হাজির হন এএসপি সার্কেল আশরাফুজ্জামান।

স্বাধীনতার ৪৮ বছরের মধ্যে এভাবে কেউ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়নি বলে জানালেন গ্রামের শাহেদ আহমদ।

তিনি বলেন, ভোট আসলে এ গ্রামের মানুষের কদর হয়। তার পর খবর নেই। এ দুভোর্গে কোন ত্রান পাননি কেউ।  এই পুলিশ আমাদের খাবার দিল।

গ্রামের ঘরে ঘরে টর্চ লাইটের আলো দিয়ে ২০টি পরিবারকে চাল,ডাল, তেল, পেয়াজ পন্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin